মধুখালীতে আখ চাষীদের সাথে মতবিনিময় সভা-দৈনিক ভোরের বার্তা


মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে মিলসগেট সাবজোনের মাঝকান্দি কেন্দ্রে বৃহস্পতিবার বিকাল ৫ টায় আখচাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আখচাষী মুন্সি আব্দুল কাইয়ুম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক কৃষি মুহম্মদ আনিস উজ্জামান। বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, উপ ব্যবস্থাপক ( সিপি) ইমরুল হাসান, উপ ব্যবস্থাপক কানিজ ফাতেমা রোখসানা, আখচাষী বাচ্চু গাঙ্গুলি,কানাই গাঙ্গুলি,কামাল শেখ প্রমুখ।
হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ–
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.