ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুনঃ নির্মাণ নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন


ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ৫০ শয্যা বিশিষ্ট পুনঃ নির্মাণ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১নভেম্বর) বিকেলে এ উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। পরে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, স্থানীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বক্তব্যের এক পর্যায় এমপি নিক্সন চৌধুরী বলেন, অচিরেই ভাঙ্গা হাসপাতাল কে ১০০ শয্যায় উন্নতি করা হবে, ইনশা আল্লাহ।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোহসিন উদ্দিন ফকির তার বক্তব্যে বলেন, আমি এখানে জয়েন্ট করার পর থেকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে দালাল মুক্ত করেছি, হাসপাতালে সার্টিফিকেট বানিজ্য বন্ধ করতে সক্ষম হয়েছি।
সেসময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান. এস. এম. হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন রুবেল, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী গোলাম মাহাবুব, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী (স্বাস্থ্য অধিদপ্তর) মো. মাসুদুলু আলম, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো. হেলাল উদ্দিন ভূইয়া।
ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মালিক সমিতির সাধারন সম্পাদক মো. সোবাহান মুন্সী, ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার সভাপতি এ্যাড. মো. মতিউর রহমান, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেত্রীবৃন্দ, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফগণ, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোহসিন উদ্দিন ফকির।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.