শ্রীনগর আরধিপাড়া দিঘীরপাড় স্কুলে করোনার টিকা কার্যক্রম শুরু


শুরু হয়েছে দেশব্যাপী ৫–১১বছরের প্রাথমিক শিক্ষার্থীদের কোভিড–১৯ ভ্যাকসিন প্রদান। সারা দেশের ন্যায় ধারাবাহিকতার অংশ হিসেবে শ্রীনগর উপজেলা সদর ইউনিয়নের আরধী পাড়া দিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড–১৯ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার ৩১অক্টোবর সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের শ্রেনী কক্ষে প্রথমে শিশু শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে দিয়ে করোনা ভ্যাকসিনে কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়ের শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী প্রর্যন্ত ৩শতাধিক ছাত্র-ছাত্রীদের সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত করোনা ভ্যাকসিন হবে।
২য় শ্রেনীর শিক্ষার্থী আয়েশা আক্তারের অভিভাবক শেখ আছলাম বলেন,সুন্দর ও উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিশুদের মিলন মেলায় পরিনত হয়েছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, স্কুলের সকল শিক্ষার্থীদের পর্যায়ক্রমে প্রতিটি ডোজ দেওয়া হবে।যে সকল শিক্ষার্থীরা জটিলতার কারণে নিবন্ধন করতে পারেননি তাদেরকেও ভ্যাকসিন এর আওতায় আনা হবে।
তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.