সালথার ফুকরা বাজারে মোটর বাইক দূর্ঘটনায় রিফাত নামে এক শিশু নিহত
ফরিদপুরের সালথায় ফুকরা বাজারে মোটর বাইক দূর্ঘটনায় রিফাত নামে আনুমনিক (৪/৫) বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ ৮ই অক্টোবর ২০২২ ইং রোজ শনিবার বেলা ১১টায় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সৌদি প্রবাসী মোঃ রুবেল খাঁনের ছেলে রিফাত খাঁন মর্মান্তিক মোটর বাইক দূর্ঘটনায় নিহত হয়েছে।
এলাকাবাসী থেকে জানা যায় মোটর বাইকটি ময়েনদিয়া বাজার হইতে ফুকরা বাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । মর্মান্তিক অবস্থা দেখে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় ।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আশংঙ্খা জনক দেখে রোগিকে ঢাকা প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। শিশুটির দাদা (জালাল খাঁন) বলেন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তার নাতি কে গুরুতর আহত করেন।
নিহত শিশু রিফাতের বাবা মোঃ রুবেল খান সৌদি প্রবাসী এই খবরে তিনি বিচলিত হয়ে পড়েন। এবং তার পুরো ফ্যামিলিতে শোকের ছায়া নেমে এসেছে । এখনো শিশুটির মৃত্যুদেহটি বাড়ি এসে পৌছেনি। অনেকেই মন্তব্য করেন এ রাস্তায় চলাচলরত মোটর বাইক ও মাহেন্দ্র গাড়ীর ড্রাইভারগন বেপরওয়াভাবে গাড়ি ড্রাইভ করে থাকেন যার কারনে প্রতিনিয়ত এ ধরনের দূর্ঘটনা ঘটছে।
শেষ খবর পাওয়া পযর্ন্ত মোটর বাইক চালক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এলাকা বাসীর দাবী উক্ত মোড়ে স্পীডরোধক দেওয়া হউক।
ইলিয়াস খাঁন -সালথা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.