শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদ ল আয়োজিত ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মজিদপুর দয়হাটা প্রার্থমিক বিদ্যালয় মাঠে এ সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আবুববকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুর করিম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ শেখ সাব্বির, বিএনপির বীরতারা ইউনিয়নে সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান।
ও মজিদপুর দয়হাটা কে.সি. ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক নিতায় দাস, মজিদপুর দয়হাটা প্রার্থমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম রাজ, বীরতারা ইউনিয়নের যুবলীগের সভাপতি প্রদিপ মন্ডল, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্করসহ ইউনিয়নে মেম্বার, মহিলা মেম্বার, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com