শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩-দৈনিক ভোরের বার্তা


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া বটতলা বাস স্ট্যান্ডে ঢাকা গামী মোল্লা, সাকুরা, শরিয়তপুর, তিন পরিবহনের সংঘর্ষ বাসের যাত্রী ২জন নিহত হয়েছে।
১৪ আগষ্ট রবিবার বিকাল ৩টার দিকে উমপাড়া বটতলা এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি বাস যাত্রী ওঠানোর সময় পিছনে থেকে অপর বাস ধাক্কা দিলে ২জন নিহত গুরুত্বর ৩আরোহীরা আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মাহফুজ রিবেন জানান, উমপাড়া বটতলা বাস সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন মৃত্যু হয়। এছাড়া আহত আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, গাড়ি ৩টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে হয়েছে। রাস্তাটি প্রায় ৩কিলোমিটার পর্যন্ত যানজট ছিল এবং কিছু সময় বাস চলাচল বন্ধ ছিল।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.