সালথায় মাদ্রকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুরের সালথা উপজেলায় মাদ্রকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের সহযোগিতায় বুধবার (৩ আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন।
ও নবকাম পল্লী বিশ্ববিদ্যলয়ে কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান,ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া,গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
একতথ্যচিত্রঃ
*জাতীয় তামাক নিয়ত্রণ কর্তৃপক্ষের মতে মোট জনসংখ্যার ৪৩.৩ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে।
* জাতীয় আয়ের ১ শতাংশ ব্যয় হয় সিগারেটে।
* দেশে প্রতি বছর ধুমপানজনিত কারনে মারা যায় ৫৭০০০ জন। আরো প্রায় ২ লক্ষ লোক বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
* যত টাকা সরকারের রাজস্ব আদায় হচ্ছে তার চেয়ে বেশি চলে যাচ্ছে ধুমপানজনিত রোগের চিকিৎসা ব্যায়ে।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.