সিলেট বন্যা ভাষীদের পাশে শ্রীনগরের ওলামায়ে কেরাম


বৃহত্তর সিলেটে প্রলয়ংকরী বন্যায় দিশেহারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য তন্তর, কুকুটিয়া, আটপাড়া ও কোলা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের সমন্বয়ে গঠিত একটি ওলামা প্রতিনিধি দল উক্ত ৪ ইউনিয়নের জনগণের অর্থায়নে মুফতি ফয়জুল্লাহ সাহেবের নেতৃত্বে।
মুফতি নিজামুদ্দিন, মুফতি আঃ রহিম, মাওলানা মাহবুব, হাফেজ মাওলানা জাবের, মুফতি জাহাঙ্গীর আলম সালেহীন, মাওলানা আল আমিন, হাফেজ ক্বারী কামরুল ইসলাম, লিটন ঢালী, রহিবুল হাসান রিংকু।
ও হিমেল মোড়ল এর সমন্বয়ে একটি টিম বাদ আছর নামাজের পরে চাল, ডাল, তেল, আলু, লবন, হলুদ মরিচের গুড়া, গোসলের সাবান, কাপড় কাচার সাবান, স্যালাইন, ম্যাচ লাইটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ ৫ শতাদিক পরিবারকে প্রদান করা ও নগদ অর্থ প্রদান করা হয়।
মোঃ তরিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.