রাসুল(সাঃ) এবং হযরত আয়েশা(রাঃ) শানে কটুক্তি ও অবমাননার করায় শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ভাগ্যকুলে ভারতে রাসুল(সাঃ) এবং হয়রত আয়েশা(রাঃ) শানে কুটুক্তি ও অবমাননার করায় শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৮জুন বুধবার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও যুব ও ছাত্র সমাজের ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিকাল ৪ টায় বালাসুর চৌরাস্তায় প্রতিবাদ সভাও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কামারগাও মোকার দোকান হতে শুরু করে ভাগ্যকুল বাজার হয়ে বালাশুর সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে উপস্থিতে বক্তব্য রাখেন, কামারগাও আইডিয়াল হাই স্কুলের শিক্ষক সোলাইমান মুন্সী সাহেব, মোঃ জাকারিয়া হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন ভাগ্যকুল মান্দ্রা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃতারিকুল ইসলাম, মোঃ আলিফ হুসাইন,মোঃ পলাশ আহমেদ, মোঃ নাদিম আহমেদ মোঃনাঈম আহমেদ, মোঃ সাব্বির রহমান, মোঃ ফিরোজ আহমেদ, মোঃমিরাজুল ইসলাম,আবুল হোসেন,রুহুলআমিন সহ আরো প্রমুখ তাওহীদি জনতা।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ–
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.