শ্রীনগরে আন্তঃ প্রাঃ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মুশুরীপাড়া (মুড়ুপাড়া)২৮ মে শনিবার সকাল ১০টা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -১আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদপুর দয়হাটা কে.সি. ইনস্টিটিউশনের গভনিং বডির সভাপতি আসফাহ্ হক লোপা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.