শ্রীনগরে রিপার ও পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বিভিন্ন কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিক প্রকল্পের আওতায় ধান কাটার ও ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১২মে)বেলা ১২টার সময় উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে ২০২১-২২অর্থ বছরে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে যান্ত্রিক প্রকল্পের আওতায় এসব কৃষি যন্ত্র বিতরন করা হয়।
উপজেলা কৃষি অফিসার শান্তনা রানীর তত্ত্বাবধানে ও নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষের সভাপতিত্বে ৫০% ভর্তূকিমূল্যে বাঘড়া ইউনিয়নের কৃষক আঃ রহিমের নিকটে ১টি রিপার(ধান কাটার যন্ত্র) বিতরণ ও বাড়ৈখালী,ষোলঘর,কুকুটিয়া ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম।
এবং মারফত আলী,ও শহীদুল ইসলামের নিকটে ৩টি থ্রেসার(ধান মাড়াই যন্ত্রের)উক্ত মূল্য (১৩০০০০)একলক্ষ ত্রিশ হাজার টাকা যার মধ্যে সরকার কতৃক ভর্তূকি (৫২০০০)বায়ান্ন হাজার টাকা এবং কৃষক (৭৮০০০)আঠাত্তর হাজার টাকা প্রদানের মাধ্যমে যন্ত্র হস্তান্তরিত করা হয়।
এসময় আরও উপস্হিতি ছিলেন,বাঘড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী,বাড়ৈখালী ইউনিয়নের SAAO মোঃনাঈম হোসেন,ষোলঘর SAAO মোঃ জিয়াউর রহমান,সুৃমন সরকার,মিজানুর রহমান প্রমূখ।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে