সালথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী পালিত-দৈনিক ভোরের বার্তা
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ উপনেতার পক্ষে উপজেলা আওয়ামী লীগ।
এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কৃষকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা সেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল ১০ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান।
ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয় এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
বার্তা সম্পাদক মোশাররফ মাসুদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে