ফরিদপুরে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম প্রমুখ।
আটকরা হলেন- জেলা শহরের মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) ও স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)। পুলিশ কর্মকর্তা জামাল পাশা জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা শহরের মামুদপুরে গোলাম মোস্তফার বসতবাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দু’টি স্টিলের ছুরি-চাকু, দু’টি তলোয়ার, একটি রামদা, আট বোতল ফেনসিডিল ও ৭০ হাজার টাকা জব্দ করা হয়। আটক করা হয় ওই দম্পতিকে।
ওসি রাকিবুল ইসলাম জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন মোস্তফা। তিনি তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করেন বলেও জানান। পরে অভিযুক্ত রিপনকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। তবে সে সময় রিপনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।
আটক দু’জনের নামে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সালথা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com