আলফাডাঙ্গায় স্কুলছাত্রকে হত্যা-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শাহেদ শেখ (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। নিহত যুবক উপজেলার চরডাঙ্গা গ্রামের শেখ সাদির ছেলে।
সে চরডাঙ্গা মনিংস্টার একাডেমির দশম শ্রেনীর ছাত্র। জানা যায়, রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে শাহেদ আলফাডাঙ্গা শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে রায়ের পানাইল নামক এলাকায় কয়েকজন তাকে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে লাদেন (১৮) ও ইব্রাহিম (১৯) নামে দু’জনকে আটক করে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি মামলা (মামলা নং: ১০৬৬) হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
আরিফুজ্জামান চাকলাদার :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে