সালথায় নবনির্বাচিত ৭২ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত


ফরিদপুরের সালথা উপজেলায় গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ টি ইউনিয়নে সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
জেল থেকে ৫নং সোনাপুর ইউপির ৭নং ওয়ার্ডরে নির্বাচিত সদস্য আবুল হোসেনর এখন পর্যন্ত জামিন না পাওয়ায় ২ঘন্টার জন্য কারাগার থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে সুযোগ দেয়া হয়।

উল্লেখ্য থাকে যে, গত ১১ নভেম্বর২০২১উ ইং সালথায় ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা ৫জন ও স্বতন্ত্র ৩জন বিভিন্ন প্রতীকে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩.৩০ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ৮ ইউনিয়নের সাধারন ৭২ জন সদস্য ও সংরক্ষিত ২৪ জন নারী সদস্য শপথ গ্রহন করেন।
এ সময় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যা মোঃ ওয়াদুদ মাতুব্বর, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
এবং গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.