বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে অর্জুনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে গত শনিবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অর্জুনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন অর্জুনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা ইকো মিঞা।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, অর্জুনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী যুবলীগের নেতা কর্মীবৃন্দ।
এ বিষয়ে ইকো মিঞা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টাঙ্গাইল-২ সংসদ সদস্য জনাব ছোট মনির ভাইয়ের কাছে ইউনিয়ন যুবলীগের পক্ষ্য থেকে দাবি জানাচ্ছি দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে বঙ্গবন্ধু কে নিয়ে আর কেউ কটুক্তি এবং অবমাননা করতে না পারে।
উক্ত বিক্ষোভ মিছিলটি অর্জুনা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করা হয়।
হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ