পাবনার ঈশ্বরদীতে ২ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী উপজেলার সাঁড়ায় অভিযান চালিয়ে ২৭০ পিচ ইয়াবাসহ দুই জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁড়া ইউনিয়নের ভৃমি অফিস সংলগ্ন সড়কে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার এস আই মানিক কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই মহিলা মাদক সম্রাজ্ঞীকে আটক করে ঈশ্বরদী থানার পুলিশ।
আটককৃতরা হলেন সাঁড়া ব্লক পাড়া এলাকার মকবুল হোনের স্ত্রী আমির জান বেগম (৩০) ও একই এলাকার সুলতান হোসেনের স্ত্রী রাজিয়া বেগম। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার্স ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ নাছির উদ্দিন সাহেবের সাথে কথা বলে জানা গেছে যে ঈশ্বরদীতে মাদক নির্মূল করার জন্য আমাদের অভিযান সর্বসময় অব্যাহত থাকবে।
আলিফ হাসান, পাবনা প্রতিনিধিঃ