জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনানুষ্ঠান

আজ ১৫ আগস্ট, সকাল ৮:৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য যাঁরা ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার কল্যাণ কামনা করে এক বিশেষ প্রার্থনানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে নেতৃবৃন্দ বটমলী হোম অর্ফানেজ কম্পাউন্ডে ফলজ বৃক্ষ রোপন করেন।প্রার্থনানুষ্ঠানে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত বি. গমেজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,।
ঢাকা এর প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টের ট্রাস্টি জেমস সুব্রত হাজরা, কর্ণেল (অবঃ) যোসেফ অনীল রোজারিও, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, শিক্ষা বিষয়ক সম্পাদক দানিয়েল সিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, মহিলা বিষয়ক সম্পাদক সিসিলিয়া রোজারিও।
মোহাম্মদপুর থানা শাখার সাধারণ সম্পাদক পল্লব লিনুস রোজারিও, ব্রাক্ষনবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পিটার রতন কোড়াইয়া, ভিক্টর রে, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ, পাপড়ী আরেং, পাপিয়া রিবেরু, সলোমন আই রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ।
সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরা, বার্ণাড পংকজ ডি’ রোজারিও, সিকিউরিটি প্রজেক্ট ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) বিজয় ম্যানুয়েল প্যারিশসহ এসোসিয়েশন ও কল্যাণ স্ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ এই প্রার্থনানুষ্ঠানে গান পরিবেশন করেন পল্লব খ্রীষ্টফার গমেজ-এর নেতৃত্বে তেজগাঁও সন্মিলিত গানের দল।
স্বপন রোজারিও, দপ্তর সম্পাদক।
এ্যান্টনি দাস,নিজস্ব প্রতিবেদকঃ