এবার স্ত্রীর সঙ্গে জুটি বাঁধছেন জোয়াকিন ফিনিক্স

জোয়াকিন ফিনিক্স ‘জোকার’ ছবি দিয়ে তুমুল প্রশংসা পেয়েছেন তিনি বিশ্বজুড়ে।এবার স্ত্রী অভিনেত্রী রুনি মারার সঙ্গে জুটি বেঁধে নতুন কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘দ্যা এন্ড অফ মেডিসিন’। সিনেমাটির বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে জুনোটিক রোগ।
পশুর শরীরে বহনকারী একটি বিপদ্গামী ভাইরাস থেকে এ রোগ ছড়ায়। এটি মানবদেহের জন্য ক্ষতিকারক।করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার আগেই ছবিটির কাজ শুরু হয়েছিল, গত বছরের অক্টোবরে।এর সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কেগান কুহান এবং পরিচালনা করেছেন অ্যালেক্স লকউড।
এই তথ্যচিত্রটি সাজানো হয়েছে জনস্বাস্থ্যের জন্য জরুরি সচেতনতাকে উপজীব্য করে। গবেষণার মাধ্যমে প্রাণিবাহিত রোগগুলোকে কীভাবে মোকাবিলা করা যায় সেই গল্পই এখানে দেখা যাবে। সেক্ষেত্রে মানুষের কী করণীয় এবং কীভাবে সচেতন থাকা যায় তার উপর জোর দেয়া হয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ এ ছবিটি শেষ করার পরিকল্পনা করছেন পরিচালক।জনপ্রিয় তারকা দম্পতি জোয়াকিন ফিনিক্স ও রুনি মারার এটিই প্রথম কোনো গবেষণা সম্পর্কিত কাজ নয়। এর আগেও বিভিন্ন সময় লেখালখির মাধ্যমে জনস্বাস্থ্যের নানা দিক নিয়ে কাজ করেছেন।
এ ছবিটি শেষ করার পরিকল্পনা করছেন পরিচালক।জনপ্রিয় তারকা দম্পতি জোয়াকিন ফিনিক্স ও রুনি মারার এটিই প্রথম কোনো গবেষণা সম্পর্কিত কাজ নয়। এর আগেও বিভিন্ন সময় লেখালখির মাধ্যমে জনস্বাস্থ্যের নানা দিক নিয়ে কাজ করেছেন।
এই বিষয়ে হলিউড এর বিভিন্ন জনপ্রিয় সব তারকারা তাদের এই জুটির প্রশংসা করেছেন।এবং তাদের উৎসাহ প্রদান এর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধম এ সবাই ভুমিকা পালন করতেছেন।
বিনোদন দেস্কঃ