রাজবাড়ীর ছোট্ট কবির লেখা কবিতা- চারুলতা

চারু লতা
আমি কিন্তু তোমার সাথে রাগ করি নি ..করেছি অভিমান। আর সেই অভিমানকেই আজ অভিনয় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে।
না চারু লতা, আমি তোমায় দোষ দিবো না। বরং ধন্যবাদ জানাতে চাই।
কারন, তোমার থেকে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি ভালোবাসার মানে ।
অজান্তে তোর কল্পনাতে,
আল্পনা এঁকেছে মন ।
সেথায় শিখেছি প্রেমের কবিতা,
জানে না সে কোনো জন।
কারন চারু লতা, তোমায় না পাওয়ার গল্পটা আমায় কবি হতে অনুপ্রেরণা যোগায়।
তোমার অনুভূতিটা,আমাকে শেখায়,ভাবায়,বোঝায়, কখনো বা কাঁদায় আবার সেই কান্নার আওয়াজ ছাপিয়ে এক চিল্টে হাসির কারণ তুমি নিজেই।
ছাড়িয়েছে মোর ভাবনার শিকল,
হারিয়েছে মোর গানে।
বাড়িয়েছে আজ নির্লজ্জের মত,
দাঁড়িয়েছে সে কে জানে…?
লেখাটা যেমনই হোক তাতে তোমার চরিত্র অক্ষয়।
হয়তো দেওয়ালে তোমায় না পাওয়ার আত্মচিৎকার কোনদিনই ফুটে উঠবে না ।
কিন্তু মনের কোণে ?
ও চারু লতা,আমি কিন্তু তোমার মনের কোণে থেকেই যাবো।তুমি দেখে নিও।তখন কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না।
হয়তো বছর হারাবে ব্যাস্তার মাঝে।
কোন দিন হয়তো বা আমার দিকে আঙুল তুলে,অন্য কাউকে বলবে “সে আমার পরিচিত ছিল”।
দূর থেকে দেখে হয়তো ভাববে, সে হয়তো আমাকে ভুলে গেছে ।
হয়তো মনে মনে আমাকে প্রশ্ন করবে , তুমি কি আমায় সত্যিই ভুলে গেছো….??
উত্তরে আমিও তখন মনে মনেই বলব।আমি তোমায় ভুলে গেছি” এ কথাটা আরো দশবার তোমার নাম কে মনে করিয়ে দেয়।
কোন দিন নয়! … কোন একটা দিনের জন্যেও তোমাকে ভুলতে পারিনি….. সত্যিই পারিনি চারুলতা
(আকাশ সিংহ এর প্রথম কবিতা )
পাপ্পু কুমার সরকার ,রাজবাড়ী জেলা প্রতিনিধি :