মুম্বাই আসছি, কারও বাবার সাহস থাকলে আটকা

বিনোদন ডেস্কঃ
শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলিউড কুইন কঙ্গনা রউনত কে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ‘আপনি মুম্বাই ফিরবেন না।‘ এমন ই দাবি করেছেন কঙ্গনা। তবে শিবসেনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। তিনি এও বলেছেন যে তাকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে।
এই না হলে কঙ্গনা রনৌত! যেকোনো বিষয়ে নিজের মতো মন্তব্যে ঝড় তোলেন, তর্কবিতর্কে জড়িয়ে যান। কঙ্গনা রনৌত কোনো ঘটনার তর্কবিতর্কে জড়িয়ে গেলে তা কোথায় গিয়ে শেষ হবে বলা মুশকিল। নিজ উদ্যোগে একের পর এক মন্তব্য করে তিনি সংবাদ শিরোনাম হন। সংবাদের শিরোনাম হওয়া যেন তাঁর হবি।
নতুন আলোচনা মুম্বাই বিষয়ে কঙ্গনার টুইট নিয়ে। গেল বৃহস্পতিবার কঙ্গনা রনৌত মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। একটি টুইটে তিনি দাবি করেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ‘আপনি মুম্বাই ফিরবেন না।’ কঙ্গনার অভিযোগ ভিত্তিহীন বলেছে শিবসেনা। এমনকি বলা হয়েছে, কঙ্গনাকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে।
এমন কথা কঙ্গনা আগেও বলেছেন, মাফিয়াদের থেকেও তিনি বেশি ভয় পাচ্ছেন মুম্বাই পুলিশকে। চেয়েছিলেন কেন্দ্র অথবা হিমাচল প্রদেশ পুলিশের নিরাপত্তা। সে সময় শিবসেনা নেতা সঞ্জয় রাউত লিখেছিলেন, ‘আমরা তাঁকে অনুরোধ করছি আর মুম্বাইয়ে ফেরত না আসার জন্য। মুম্বাই পুলিশকে বড্ড অপমান করেছেন তিনি। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।’
মুম্বাই শহরে মোটেও নিরাপদ বোধ করবেন না জানিয়েও টুইটে কঙ্গনা লেখেন, ‘কখনোই মুম্বাই পুলিশের দ্বারস্থ হব না।’ এরপরই ‘কুইন’ অভিনেত্রীকে নিশানা করে পাল্টা টুইটও শুরু হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত তো প্রকাশ্যেই মুম্বাইয়ে না ফেরার হুমকি দিয়েছেন। এমতাবস্থায় আগামী ৯ তারিখ মানালি থেকে মুম্বাইয়ে ফিরবেন বলে জানিয়ে দিলেন কঙ্গনা রনৌত। তাঁর টুইট, ‘কারও বাবার সাহস থাকলে আটকাও।’
এবার পাল্টাহুমকি কঙ্গনার। টুইটেই। শুক্রবার টুইটে কঙ্গনা রনৌত লিখেছেন, ‘দেখলাম, আমাকে মুম্বাইয়ে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আচ্ছা, এ সপ্তাহেই মানে ৯ সেপ্টেম্বর আমি মুম্বাই আসছি। মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর ছবিসহ জানিয়ে দেব। কারও বাবার সাহস থাকলে আটকাও।’