ধর্মপাশার মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে মধ্যনগর বাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার বিকাল চারটার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০০৪সালের ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। মধ্যনগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার এই সভায় সভাপতিত্ব করেন।
মধ্যনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
এবং সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, সদস্য সঞ্জিত তালুকদার টিটো, মধ্যনগর থানা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ ইরতিজা আলভি প্রমুখ।#
মেবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি