আশুরা পালনে ইমামবাড়াতে প্রবেশে ১০ নির্দেশনা ডিএমপির

আগামি ৩০ ই আগস্ট(রবিবার) পবিত্র আশুরা। প্রতিবছর ই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের পদচারনায় মুখরিত হয় রাস্তাঘাট। তবে করোনা মহামারীর কারনে এবছর লোকসমাগমে রয়েছে নিষেধাজ্ঞা। তাই এ বছর পবিত্র আশুরা পালনে কিছু শর্তাবলী দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি এম পি)।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ইমামবাড়াগুলোতে আগত সবাইকে মাস্ক পড়ে প্রবেশ করতে হবে। এছাড়াও সর্দিকাশি নিয়ে যাতে কেউ ইমামবাড়ায় প্রবেশ করতে না পারে সেজন্য আয়োজক কমিটিকে নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (২৩ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও বিভাগের শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজক কমিটির উদ্দেশে স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইমামবাড়ার প্রবেশ ও বাইরের পথ পৃথক করা, ইমামবাড়ায় প্রবেশমুখে পর্যাপ্ত বেসিন, পানির ট্যাঙ্ক, সাবান এবং পৃথকভাবে হ্যান্ড স্যানিটাইজার রাখা ও জীবাণুনাশক চেম্বার স্থাপনের করা, ইমামবাড়ার প্রবেশমুখে তাপমাত্রা মাপার যন্ত্র ও স্বেচ্ছাসেবক রাখা, কোনক্রমেই মাস্ক ছাড়া কাউকে ঢুকতে না দেয়া, ইমামবাড়ায় ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনা সন্দেহজনক উপসর্গ যেমন- জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা নিয়ে কোনো ব্যক্তিকে ইমামবাড়ায় প্রবেশ করতে না দেয়া ইত্যাদি।
এছাড়াও করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে শিশু, অসুস্থ ও ৬০ বছরের বেশি বয়সের ইমামবাড়ায় প্রবেশে নিরুৎসাহিত করার নির্দেশনা দেন তিনি।
সভায় ডিএমপি কমিশনার পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থাগুলো ব্রিফ করে।
তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে, অনুষ্ঠানস্থলগুলো ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে। ইমামবাড়াসহ এর আশপাশে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করে আর্চওয়ের মধ্য দিয়ে সকলকে ইমামবাড়ায় প্রবেশ করতে দেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক।