মুসলিম এইড এর সহায়তায় সাবলম্বি হলেন আছিয়া বেগম

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মুসলিম এইড এর আর্থিক সহায়তায় টমেটো চাষ করে সাবলম্বি হয়েছেন আছিয়া বেগম।
আদমপুর ইউনিয়নের দক্ষিন তিলকপুর গ্রামের আব্দুল গফুরের সংসারে আর্থিক অবস্হা খারাপ থাকায় তার স্ত্রী আছিয়া বেগম “মুসলিম এইড” কমলগঞ্জ শাখা হতে ক্ষুদ্র ঋণ নিয়ে নিজের ৯০ শতক জায়গায় টমেটো চাষ করে আজ সাবলম্বি হয়েছেন।
আছিয়া বেগম আশা প্রকাশ করে বলেন, প্রাকৃতিক কোন প্রকার বিপর্যয় না হলে উৎপাদিত ফসল বিক্রি করে তিনি কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। কৃষিঋণ নিয়ে কৃষিকাজ করে তার ২ ছেলে ১ মেয়ে নিয়ে সুখেই আছেন। আর এটি সম্ভব হয়েছে “মুসলিম এইড” এর সহযোগীতায়।
বিষয়টি নিয়ে মুসলিম এইড কমলগঞ্জ শাখার প্রোগ্রাম সুপারভাইজার শাহীন আলম জানান ২০০৫ সালে ৪০০০ টাকা ঋন নিয়ে ক্রমান্বয়ে ২০২০ সালে ৭০ হাজার টাকা ঋন নেন এই ঋনের টাকা দিয়ে টমেটো চাষ করে আজ সাবলম্বি হয়েছেন আসিয়া বেগম। এবিষয়ে “মুসলিম এইড” কমলগঞ্জ শাখার সিনিয়র ব্রাঞ্চ কর্মকর্তা শেখ মুঈনুল হাসান বলেন টমেটো চাষ করে আসিয়া বেগমের মতো আর অনেকেই আছেন যারা নিজেদের সাবলম্বি করতে পেরেছেন। সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি।
রিপন চক্রবর্ত্তী, কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার।