৩১ হাজার মিটার নিষিদ্ধ জালসহ নগরবাড়ীতে আটক-২

আজ ৫ই সেপ্টেম্বর শনিবার সকালে পাবনার আমিনপুর থানাধীন নগরবাড়ী নৌ পুলিশের অভিযানে এক জেলে ও এক জাল ব্যবসায়ীকে ৩১ হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরা জালসহ আটক করা হয়েছে ।
নগরবাড়ী নৌ পুলিশের আই সি মোঃ মাইদুল ইসলাম প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি, এস আই শামসুল,এ এস আই জুলফিকার, এ এস আই মুনসুর হেলাল ও সঙ্গীয় ফোসসহ নগরবাড়ী খেয়াঘাটে সকাল ১০.৩০ মিনিটের দিকে অভিযান চালাই ।
অভিযানকালে ১০০০ মিটার নিষিদ্ধ মাছ ধরা জালসহ ১জন জেলেকে আটক করি ।পরে তার সিকারোক্তি অনুসারে নিকটস্থ কাশিনাথপুর বাজারে অভিযান চালিয়ে বেলা ১২টার দিকে ৩০,০০০ মিটার নিষিদ্ধ মাছ ধরা জালসহ আরও ১জন জাল ব্যবসায়ীকে আটক করি ।
আটকৃতরা হলো , মোঃ আরিফ মোল্লা (জেলে), পিং মোঃ মিজান মোল্লা, সাং চরনাগদা, থানা বেড়া, জেলা পাবনা ।অপর আরেকজন, মোঃ রিয়াজ মোল্লা (জাল ব্যবসায়ী),পিং মোঃ আফছার মোল্লা, সাং মাস্টিয়া, থানা আমিনপুর, জেলা পাবনা ।সংবাদ লেখা পযন্ত আটককৃদের বিরুদ্ধে ঘটনাস্থল অনুযায়ী আমিনপুর ও সাঁথিয়া থানায় পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
আলমগীর কবির পল্লব, নিজস্ব প্রতিনিধিঃ