২০ হাজার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুরের মেয়ে রিমার

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ২নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর মনির হোসেন এর মেয়ে রিমা বেগম (৫) এর মাত্র ২০ হাজার টাকার জন্য চিকিৎসা হচ্ছে না।
মনির হোসেন জানান, আমার মেয়ে রিমা দির্ঘদিন হিস্টেরিয়া (খিচুনি) নামক রোগে ভুগছিল রোগাক্রান্ত হয়ে তার কন্ঠনালি সংকোচিত হয়ে যায়। আমি নদীতে মাছ ধরে জীপনযাপন করি কিন্তু দীর্ঘদিন আমার মেয়েটি অসুস্থ্য টাকা পয়সা সব শেষ। এখন মেয়েটি আরো অসুস্থ্য হয়ে পড়েছে ডাক্তার বলেছে ঢাকায় নিতে বলেছেন।
তিনি আরো বলেন যে, মেয়ের চিকিৎসা করাতে ২০ হাজার টাকা লাগবে। আমার কাছে কোন টাকা পয়সা নেই তাই সমাজের বিত্তমানদের সহযোগীতা কামনা করছি।
বিকাশ পার্সোনাল – ০১৭৭৮৪৩১৯২
শফিক খাঁন, ভোলা প্রতিনিধি।