হাতীবান্ধায় শীতার্তদের কম্বল দিলেন লায়ন্স ক্লাব-দৈনিক ভোরের বার্তা

লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়-দুস্থ শীতার্তদের কম্বল দিলেন লায়ন্স ক্লাব অব লালমনিরহাট হাতীবান্ধা গার্ডেন। এ সময় প্রায় শতাধিক অসহায় নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধাকে ফ্রি ডায়াবেটিকস টেস্ট করানো হয়।
সোমবার দুপুরে উপজেলার ম্যাগ পাই প্রি-ক্যাডেট এ্যান্ড কিন্ডার গার্ডেন মাঠে কম্বল বিতরনের আয়োজন করেন ক্লাবটি। এছাড়া এ সময় প্রায় ২৫০০ মাক্স বিতরণ করা হয়।
কম্বল বিতরণে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লায়ন্স ক্লাব অব লালমনিরহাট হাতীবান্ধা গার্ডেনের সভাপতি রওশন হাবিব খান মানিক, সাধারণ সম্পাদক আরিফুর জামান পাভেল।
ও ডায়রেক্টর তবারক হোসেন, রেদওয়ানুর রহমান, ইমদাদুল হাসান খোখন, শফিকুল ইসলাম হিরো, ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস কিঞ্জল বাবু, ট্রেজারার মাহবুব মোরসেদসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সিদরাতুল মোত্তাকিন। হাতীবান্ধা,লালমনিরহাট।