হাতীবান্ধায় লোকালয়ে বিলুপ্ত প্রায় শকুন-দৈনিক ভোরের বার্তা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিলুপ্ত প্রায় একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা বিলুপ্ত প্রায় ওই শকুনটি এক নজর দেখতে ভীর জমায় আশে পাশের এলাকার লোকজন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিন গোতামারী এলাকার সোহাগ রানা নামে এক যুবকের বাড়ির পাশ থেকে শকুনটি উদ্ধার করেন এলাকাবাসী। তবে শকুনটি অসুস্থ্য বলে জানান তারা।
সোহাগ রানা এই প্রতিবেদককে জানান, বৃহস্পতির বিকেলে তার প্রতিবেশির বাড়ি উঠানে শকুনটি দেখতে পায় তারা৷ এ সময় শকুনটিকে তাড়ানোর চেষ্টা করা হয়। তবে শকুনটি উড়তে পারেনি শুধু লাফায়। তাদের ধারনা শকুনটি অসুস্থ্য তাই উড়তে পারছে না।
সে আরও জানায়, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। এছাড়া শকুনটিকে খাবার ও পানি খায়ানো হচ্ছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, শকুনটি অসুস্থ্য আর খুদার্ত হলে উড়তে পারবে না। তবে অসুস্থ্য হলে উপজেলা ভেটেনারি সার্জনকে অবগত করলে তিনি চিকিৎসা প্রদান করবেন। আর শকুনটি বন বিভাগ উদ্ধার করে বনে ছেড়ে দিবে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হলে তিনি শকুনটি উদ্ধার করবেন।
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ