হাতীবান্ধায় জাপা নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষেধ অমান্য করে জমির আইল কাটায় হাবলু খন্দকার (৪৮) নামে এক কৃষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে শরিফুল ইসলাম রুবেল(৩৮) নামে এক জাপা নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় গত ৫ ডিসেম্বর ভুক্তভোগী হাবলু বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শরিফুল ইসলাম রুবেল উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার রুস্তম আলী খন্দকারের ছেলে। এছাড়া তিনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত শরিফুলের সাথে হাবলু খন্দকারের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় গত ৩ ডিসেম্বর হাবলু তার নিজ ভোগ দখলীয় জমিতে চাষাবাদের আইল কাটতেছিলো। এ সময় শরিফুল ও তার বাবা রুস্তম সেখানে গিয়ে হাবলুকে জমির আইল কাটতে নিষেধ করে। কিন্ত হাবলু সেই নিষেধ না শুনে আবারো জমির আইল কাটতে থাকে। এতে শরিফুর ও তার বাবা ক্ষিপ্ত হয়ে হাবলুর উপর হামলা করে এবং বাশের লাঠি দিয়ে এলোপাতারি মারধর শুরু করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রুবেল বলেন, তাদের সাথে আমার কোন ঝগড়া হয়নি। তারা যে অভিযোগটি করেছে তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা ওই অভিযোগটি করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা প্রতিনিধি,লারমনিরহাট।