সিএনজির ধাক্কায় গুরুতর আহত-১

ঢাকা থেকে নিজ গ্রামে ফেরার জন্য রিকশা করে বাড়ি ফিরছেলন দৈনিক ভোরের বার্তার সাংবাদিক সুমন খন্দকারের সহকারী শাহাবুদ্দীন বেপারি।
হটাৎ দূর থেকে দুটি সি এনজি চালিতো যানবাহন পাল্লা দিয়ে আসছিলো সামনের সি এনজিটি রিকশা টিকে ওভার টেক করে চলে গেলেও পেছনে থাকা সি এনজি টি প্রবল জরে রিকশা টিকে একটি ভয়ানক ধাক্কা মেরে বসে থাকা শাহাবুদ্দিন বেপারী গুরুতরো ভাবে আহত হন।
সি এনজি টি পালিয়ে চলে গেলে ধানমন্ডির আট নম্বর রোডের স্থানীয় লোকজন আহত বেক্তিকে তাত্ক্ষণিক আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করেন।
এখন সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনা সুত্রে জানতে পেরে দৈনিক ভোরের বার্তার সাংবাদিক মোঃ সুমন খন্দকার বিষয় টি তুলে ধরার চেষ্টা করেন।
এ বিষয় সাংবাদিক সুমন খন্দকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। কর্তব্যরত ডক্টরের সাথে কথা বলে জানা যায়। আহত বেক্তির পা ও কোমোর ভেঙ্গে যায়।
এ বিষয় অনিয়ম ভাবে গাড়ি চালানো ও ব্যাপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য জরদার ব্যাবস্থা নেয়ার দাবি জানিয়েছে সরকারের কাছে তার মা, ফরিদা বেগম।
মোঃ সুমন খন্দকার
দৈনিক ভোরের বার্তা