সিংড়ায় “নিজের বলার মত একটা গল্প” গ্রুপের ত্রাণ বিতরণ

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকার বানভাসি মানুষের মাঝে, ১৪ আগষ্ট সারে ১২টায় ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করেন “নিজের বলার মতো একটা গল্প” গ্রুপের মেম্বার রা৷ প্রতিটি প্যাকেটে চাউল, মুড়ি, চিরা, খাবার স্যালাইন ও মধু ছিল।
বিতরন শেষে “নিজের বলার মতো একটা গল্প’র মেম্বার রা সাংবাদিক দের বলেন,
গত আড়াই বছর ধরে আমরা দেশের প্রতিটি দুর্যোগে ও প্রয়োজনে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছি। উদ্যোক্তা ও দক্ষ মানুষ হওয়ার পাশপাশি দেশের জন্য ভলান্টিয়ারিং করা আমাদের অন্যতম প্রধান কাজ।
উল্লেখ্য, সারা দেশের আরও ১০ টি জেলায় – কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, পাবনা, নাটোর ও মাদারীপুর এ আমাদের প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প” এর সাহসী ও নিবেদিত উদ্যোক্তা ও ভলান্টিয়াররা ছুটে গেছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য।
নিজস্ব প্রতিবেদকঃ