সালথা চৌধুরী বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলীর ৮তম মৃত্যুবার্ষীকী

আজ ৩০শে আগষ্ট ২০১২ সালের এইদিনে সবাইকে ছেড়ে চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলেযান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী। তিনি ছিলেন ঐতিহ্যবাহী সালথা চৌধুরী বাড়ির কৃতি সন্তান ও মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন।
আমরা তার মৃত্যুতে গভির ভাবে শোকাহত ভাল থাকুন ওপারে। মহান আল্লাহ আমাদের প্রিয় মানুষকে বেহেস্ত সর্বোচ্চ স্থান দান করুন। মৃত্যু মানে কেবলই একটা জীবনের ইতি, একটা শরীরে পরিসমাপ্তি। তা কখনোই সম্পর্কের শেষ নয়।
বরং মৃত্যুই এমন যা জীবিত থাকাকালীন অনেক চেপে রাখা সত্যকে সামনে নিয়ে আসে। তার মৃত্যুতে সালথা উপজেলাবাসী যেমন একজন গুণী ও বিশিষ্ট রাজনীতিবিদকে হারিয়েছে তেমনি বাংলাদেশ হারিয়ে মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল সূর্য সন্তান। তার সপ্ন ছিল আমাদের সালথা উপজেলাকে শহরে পরিনত করা, সালথা বাসীকে রুপকথার এক উপজেলা উপহার দেওয়া।
তিনি সালথা গনমানুষের জন্য, মানবতার জন্য আলোর বাতিঘর হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, মরহুম চৌধুরী ইউনুস আলী। তিনি ছিলেন একজন সফল আলোর ফেরিওয়ালা। যার সফল এবং দূরদৃষ্টিসম্পন্ন প্রচেষ্টায় সালথায় আজ হাজার হাজার প্রাণ আলোকিত। কাজ করেছেন সালথাবাসীর জন্য সালথার এই মাটির জন্য। তৎকালীন সময় সুখে দুখে, হাসি-কান্না, রাগ-অভিমান প্রতিটি পরতে পরতে মানুষ বলতো ইউনুস আলী সাহেবের কাছে যাও সমাধান একটা বের হবেই।
এই যে নিখাদ ভরসা, কিংবা আস্থা তার প্রতি মানুষের সৃষ্টি হয়েছে এটা শুধু মাত্র সম্ভব হবে, তার পক্ষেই যিনি মানুষের জন্য দায়িত্বশীলতার সাথে কাজ করেন। আর চৌধুরী ইউনুস আলী সরল মানবীয় গুণাবলির দ্বারা এতদঞ্চলের মানুষের নয়নের মনি কোঠায় স্থান করে নিয়েছিলেন।
এদিকে মরহুম চৌধুরী ইউনুস আলীর আদর্শ অনুসরণ করে চলছেন তার বড় সন্তান সালথা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী। চৌধুরী সাব্বির আলী নিজের সাধ্যমত মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন। তার মূল অনুপ্রেরণা বাবার মত গড়ে তোলা ।
তার বাবার আদর্শ বুকে ধারণ করেই এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ দোয়া সহযোগিতা চেয়েছেন চৌধুরী সাব্বির আলী। তিনি সবার প্রতি আহ্বান জানান, আসুন আমরা ভেদাভেদ ভুলে আমার বাবার মতো দেশ, জাতি ও সমাজের জন্য কাজ করে যাই। আসুন, ঐক্যবদ্ধভাবে আমাদের এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাই এবং আমাদের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করি।
করোনার কারণে শুধুমাত্র কোরআন খতমের আয়োজন করা হয়েছে। সবাইকে নিজ বাসা-বাড়ি থেকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় সন্তান ও তরুন রাজনীতিবিদ চৌধুরী সাব্বির আলী।
শরিফুল হাসান