সালথায় শিশুশ্রম বিষয়ক আন্তর্জাতিক ফটো সেমিনার অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা

ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক মানের ফটো এক্সিবিশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সালথায় প্রথমবারের মত এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত শিশুশ্রম বিষয়ক ফটো এক্সিবিশন অনুষ্ঠানটি পরিচালনা এবং ফটো এক্সিবিউশন করেন প্রধানমন্ত্রীর ফেলো (পিএইচডি), সাসেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রী, বাংলাদেশ এর ফটোগ্রাফার মাহমুদুল হক মনি।
এসময় উপস্থিত সকলকে শিশুশ্রমের বিভিন্ন ক্ষতিকর বিষয় তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন করেন। দুপুর সাড়ে ১২টায় থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ফটো এক্সিবিশন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, আব্দুর রহমান সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখা, এছাড়া গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সালথা প্রতিনিধি