সালথায় ফুকরা কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

গত ১লা জানুয়ারী ২০২১ সালের ফরিদপুরের সালথায় শিক্ষা প্রতিষ্ঠান সমুহে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে।
১লা জানুয়ারী শুক্রবার থাকায় অনেক শিক্ষার্থী বই নিতে হাজির না হওয়ায় আজ সোমবার তারই ধারা বাহিকতা অনুযায়ী সামজিক দুরত্ব বজায় রেখে আল্-আকসা ইসলামী কিন্ডার গার্টেন-এ সরকারি বই বিনা মূল্যে ছাত্র/ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
আজ বেলা সাড়ে ৯টায় ফুকরা আল্ আকসা ইসলামী কিন্ডার গার্টেন মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে বই বিতরণ করা হয়। নতুর বছরের নতুন বই হাতে পেয়ে ছাত্র/ছাত্রীরা মহা খুশি এবং অভিভাবকগন ও খুশি।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- আল্-আকসা ইসলামী কিন্ডার গার্টেন এর সাবেক সভাপতি মোঃ হায়দার আলী সিকদার, উপস্থাপনা করেন যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম ইব্রাহীম মাষ্টার ।
সাবেক সভাপতি মোঃ হায়দার আলী সিকদার ছাত্র/ছাত্রীদের লক্ষ করে বলেন, তুমরা নতুন বই পেলে, বই ঘরে নিয়ে বসে থাকলে হবেনা লেখা পড়া ঠিকমত করতে হবে।গত এক বছর পিছিয়ে পড়ছে তুমরা তাই এবার বেশি বেশি করে লেখাপড়া করবে।
বই উৎসবে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান শিক্ষক মোঃ মোশাররফ মাসুদ বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ নিয়েছে। তাই সরকারের লক্ষ্য ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বিগত দিনে স্কুলে আপনাদের সন্তান ঠিকমত ক্লাস করছে কিনা মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিতেন,এখন বাড়িতে আপনার সন্তান ঠিকমত পড়ছে কিনা সেদিকেও বিশেষ লক্ষ রাখবেন।এবং আপনার সন্তান অবসর সময়ে কাদের সঙ্গে ঘুরাফেরা করছে সেদিকে অবশ্যই নজর রাখবেন।
যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম ইব্রাহীম মাষ্টার বলেন শিক্ষার কোন বিকল্প নেই।যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত।আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক, তারা যেন শিক্ষা-দীক্ষায় সব ধরনের শিক্ষায় উন্নত হয়, যাতে আমরা এ দেশকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। এজন্য অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের সঠিক সময়ে বিদ্যালয়ে ভর্তি করাবেন।
আরবী শিক্ষক মাওলানা আছাদুজ্জামান সকল ছাত্র/ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করেন।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্টাপ রিপোর্টার- মোশাররফ মাসুদ