সালথায় নতুন এসিল্যান্ডকে ফুলদিয়ে সংবর্ধনা জানালেন সালথা অনলাইন সাংবাদিক ফোরাম

আজ সোমবার ১৪/১২/২০ তারিখে বেলা ১.৩০ মিনিটে সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দের এসিল্যান্ডের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সালথায় নবনিযুক্ত এসিল্যান্ড জনাব মারুফা সুলতানা খান এর অফিসে সৌজন্য সাক্ষাত করেন সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ।
সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যগন নবনিযুক্ত এসিল্যান্ড স্যারকে কে ফুল দিযে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় সালথা কাব এর সদস্যগন উপস্থিত ছিলেন।
অফিসিয়াল ট্রেনিং শেষে উপজেলায় দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত এসিল্যান্ড স্যার জনাব মারুফা সুলতানা খান। তিনি সবার কাছে তিনার পরিচয় তুলে ধরেন। এবং সালথা অনলাইন সাংবাদিকদের পরিচয় নেন।
সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন– আমারা সকলেই নবাগত সাংবাদিক আপনার কাছে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।আমরা ছোট কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রিন্ট পত্রিকা আছে।
ফোরামের সিনিয়র সহ সভাপতি মোশাররফ মাসুদ বলেন- আমরা সব সময় আপনার সাহায্য সহযোগিতা কামনা করি, আশাকরি আপনি আমাদের পাশে থাকবেন, কখনও কোন ভূল হলে সুধরে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো: আরিফুল ইসলাম ভোরের কাগজ, সিনিয়র সহ-সভাপতি মোশারেফ মাসুদ (ভোরের ডাক/দৈনিক ভোরের বার্তার বার্তা সম্পাদক)।
ও সাধারন সম্পাদক মোহাম্মদ সুমন দৈনিক বিশ্ব মানচিত্র, সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান গণতদন্ত্র, গণমুক্তি,আরটি হাসান(সময়ের চোখ/সৃষ্টি টিভি) অর্থ বিষয়ক সম্পাদক বিধান মন্ডল-আমার সংবাদ, কার্যকরী সদস্য আকাশ সাহা গণমুক্তি প্রমুখ ।
স্টাপ রিপোর্টার মোশাররফ মাসুদ