কুমিল্লার মাদক কারবারি দুই কেজি গাঁজা সহ ভোলায় আটক

অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা সাহেবের তত্ত্বাবধানে অদ্য ইং ১৮/০২/২০২১ তারিখ এসআই মোঃ ফরিদ সঙ্গীয় এএসআই মনিরুল ইসলাম, এএসআই গুলজার হোসেন।
এবং এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ইলিশা কালুপুর সাকিনের চটের মাথা লঞ্চ ঘাট সংলগ্ন বেরিবাধ রাস্তার উপর হইতে ফজলুল করিম সুজন (২২), পিতা-আবুল কালাম, মাতা-রোকেয়া
বেগম, গ্রাম-কুমার ডোগা , থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর হেফাজত হইতে ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
মোঃ শফিক