রাজধানীর কাফরুল থেকে ৮জন ভুয়া চাকুরীদাতা গ্রেফতার

আজ হাসিব রহমান নামে কাফরুল থানাধীন মিরপুর ১০ উত্তর কাজিপড়া এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি অফিস থেকে ৮জন ভুয়া চাকুরীদাতা গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ এর এই অভিযান চলে, ১৩ জানুয়ারী ২০২১ বিকাল ৩.৩০ দিকে। র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল কাফরুল থানাধীন ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ অফিস থেকে চাকুরীপ্রার্থী ১৩ জন ভুক্তভোগী উদ্ধার সহ মোঃ কামরুজ্জামান (৪৫), জেলা-লক্ষীপুর, মোঃ রিয়াজ হোসেন (৩৫), জেলা-নোয়াখালী, মোঃ রবিন মিয়া (২১), জেলা-শরিয়তপুর, মোঃ জামসেদ খান (১৯), জেলা-গোপালগঞ্জ,মোঃ শাহরিয়ার শেখ (২১), জেলা-খুলনা,মোঃ রিয়াদুল ইসলাম (১৮), জেলা- পিরোজপুর, মোঃ কামরুজ্জামান (১৭), জেলা-পঞ্চগড়, মাহমুদুল আলম (২০), জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন ভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন এরিয়া থেকে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভনের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এস এম শিমুল রানা প্রতিনিধি :