নড়াইলের কালিয়ায় ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“খেলা-ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের কালিয়ায় আল মদিনা ফাউন্ডেশন এর উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার(২৫শে ডিসেম্বর) বিকালে কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নবগঙ্গা ফুটবল একাদশ বনাম বিলবাউস স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ৩-১ ব্যবধানে নবগঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে বিলবাউস স্পোটিং ক্লাব।
খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দল এর মাঝে পুরস্কার বিতরণ করেন আল মদিনা ফাউন্ডেশন এর পরিচালক মোঃ কামাল হোসেন।
বিজয়ী দলকে টেলিভিশন পুরস্কার প্রদান করা হয় এবং ম্যাচ সেরা পুরস্কার দেওয়া হয় বিলবাউস স্পোর্টিং ক্লাবের ১১নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম খাঁন কে। তিনি তিনটি গোলের দুটিই করেন। অপর গোলটি আত্মঘাতী গোল হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আল-মদিনা ফাউন্ডেশনের পরিচালক মোঃ কামাল হোসেন বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখতে আমাদের আল মদিনা ফাউন্ডেশন এর এই উদ্যোগ। যুবসমাজের প্রতি আমার আহবান থাকবে খেলার প্রতি যেন আমাদের তরুণরা এগিয়ে আসে। তাহলে আমাদের দেশকে মাদকমুক্ত করতে আমরা সক্ষম হব।
খেলাটি পরিচালনা করেন, কালিয়া ফুটবল একাদশ এর সাবেক খেলোয়াড় ও তরুণ নেতা রামিম হাওলাদার।
মোঃ বাবর আলী, নড়াইল প্রতিনিধি: