শহীদ বুদ্ধি জীবি দিবস উপলক্ষে কলাপাড়ায় শ্রদ্ধা নিবেদন

বিজয়ের দুইদিন আগেই বাঙালি জাতি এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছিল। আজ সেই ১৪ ই ডিসেম্বর।
সারাদেশব্যাপী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এদিন শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তাদেরই স্মৃতিচারণে আজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,সাধারণ সম্পাদক দিদার উদ্দিন মাসুম, পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার ও সাধারণ সম্পাদক দোলন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমি গাজী,সহ যুবলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ, সকল সংগঠনের নেতৃবৃন্দ।
নয়নাভিরাম গাইন(নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।