শরিয়তপুর ভেদরগঞ্জের নতুন পৌর মেয়রকে অভিনন্দন জানিয়েছেন এসকেন্দার মোল্লা

শরিয়তপুরের ভেদরগঞ্জের নতুন পৌরসভার মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সেবা ডেন্টাল কেয়ারের পরিচালক মো. এসকেন্দার মোল্লা।
শরিয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে নতুন মেয়র হওয়ায় মো. আবুল বাশার চোকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভেদরগঞ্জ বাজারে অবস্থিত স্বনামধন্য সেবামমূলক প্রতিষ্ঠান সেবা ডেন্টাল কেয়ারের পরিচালক মো. এসকেন্দার মোল্লা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. এসকেন্দার মোল্লা বলেন, ভেদরগঞ্জ পৌরসভার নতুন মেয়র সাহেব অবহেলিত ভেদরগঞ্জ পৌরবাসীর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করবেন বলে আমরা আশা করি।
উল্লেখ্য, গত শনিবার (৩০ জানুয়ারি) মো. আবুল বাশার চোকদার বিপুল ভোট পেয়ে ভেদরগঞ্জ পৌরসভার নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এতে পুরো এলাকাজুড়ে বিজয়ের আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধ্যে।
দৈনিক ভোরের বার্তা