শরিয়তপুর জাজিরায় মহাসড়কের বেহাল অবস্থা দূঘর্টনায় মৃত্যু ১

সংস্কার না করার ফলে চোলে গেলো তাজা একটি প্রাণ। জাজিরার পূর্ব নাওডোবার ইউনিয়ন এর রুপবাবুর হাট সংলগ্ন চৌকিদার কান্দির মোড় ঘটে গেলো এক বিশাল দূর্ঘটনা।
শরিয়তপুর গামি মিনি বাসটি ৩০ জন যাত্রী নিয়ে পূর্ব নাওডোবার আন্তর্জাতিক লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায় আনুমানিক দুপুর ১২ বারটার দিক হটাৎ রুপবাবুর হাট চৌকিদার কান্দির মোড়। আসতেনা আসতেই শরিয়তপুর জাজিরার মহা সরকটির অবস্থা খুব খারাব থাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অতপর গাড়িতে থাকা সকল যাত্রী আহত হয়।
কিন্তু সৌভাগ্য বসতো সবাই বেঁচে গেলেও গাড়ি চালক মারা যান ঘটনা স্থলে। এলাকার সাধারণ জনতা এই এলাকার সকল রাজনীতি বিদ ও সকল জনপ্রতিনিধি দায়ি। যদি রাস্তাটি সংস্কার করা হতো তাহলে আজ এতো বড়ো একটি দূর্ঘটনা ঘটতোনা।
তাই এলাকা বাসি মহাসরকটির দূরত্ব সংস্কার করার দাবি জানান সাংবাদিকদের মাধ্যমে শরিয়তপুর (১) আসনের সাংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু সাহেব এর কাছে সর জমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি একে বারে নাজেহাল অবস্থা।
মোঃ সুমন খন্দকার, শরিয়তপুর প্রতিনিধি।