রায়পুরায় ছাত্র অধিকার পরিষদের মতবিনিময় সভা

গতকাল শনিবার রায়পুরার চরাঞ্চলে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা শাখার মতবিনিময় সভা।
জানা যায়, রায়পুরার পাড়াতলী ইউনিয়ন কবি শামসুর রহমানের জন্মভূমি মধ্যনগরে প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলার রায়পুরা শাখার মতবিনিময় সভা।
রায়পুরা উপজেলার আহ্বায়ক সুমন আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জজ কোর্টের মহিলা আইনজীবী সমিতির পরিচালক ও মানবাধিকার কল্যাণ ট্রাস্ট নরসিংদী জেলার সভাপতি এডভোকেট শিরিন আক্তার শেলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াছ খানঁ বিলাল ও সিনিয়র সহ সভাপতি মোঃ রাসেল সরকারসহ জেলা কমিটি অনেক সদস্য।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শিরিন আক্তার শেলী বর্তমান পারিবারিক, সামাজিক রাষ্ট্রনৈতিক অধিকার নিয়ে ব্যপক আলোচনা করেন এবং তিনি বলেন,
“জনতার অধিকার-আমাদের অঙ্গীকার”এই প্রত্যয় নিয়ে দূর্বার গতিতে ছুটে চলছে আমাদের সংগঠন। আমরা কোন লেজুড়বৃত্তি-তোয়াজ করিনা। নতুন ধারার তারুণ্যের রাজনীতি করি।
রাজনীতি করা নাগরিকদের একটি রাজনৈতিক অধিকার। আমরা চাই, বাংলাদেশ বিনির্মানে তরুণ শক্তি কাজে লাগুক। তারা তাদের মেধা শ্রম দিয়ে দেশকে নতুনরূপে সাজাক। এই প্রত্যাশা করি।”
ওমর ফারুক: নরসিংদীর প্রতিনিধি