মাশরাফির পক্ষ থেকে জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলুখান ন

জন্মদিনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ও নানা শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পেলেন নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
৫৪তম জন্মদিনে ঢাকাস্থ ধানমন্ডির একটি রেস্টুরেন্টে কেক কেটে আর ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান শুভানুধ্যায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ টার দিকে ঢাকাস্থ ধানমন্ডির চেযার রেস্টুরেন্টে মাশরাফি বিন মুর্তজা এমপির নেতৃত্বে নড়াইল ও ঢাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন নিয়ে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে কেক কেটে জন্মদিনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তপন কুমার সরকার, কেন্দ্রিয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক কাজী সরোয়ার,ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান,নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম,গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হীরা, জেলা আ’লীগ নেতা শরিফুল প্রমূখ।
মাশরাফির বিন মুর্তজা এমপির উদ্যোগে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি (মাশরাফি) বলেন,‘ ছাত্র জীবন থেকেই রাজনীতিতে নিবেদিত,ত্যাগী ও বিপ্লবী নেতা নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু ভাই।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং নড়াইলকে একটি আধুনিক,উন্নত আর স্বপ্নের জেলা গড়তে তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নড়াইলবাসী ও দেশের মানুষের জন্য কাজ করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।’
নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন,‘ নড়াইলবাসী তথা দেশের মানুষের জন্য আমৃত্যু জনগণের সেবা করতে চাই।’ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য তিনি মাশরাফি এমপিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে কেক কাটা হয়।
এদিকে,কালিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান হীরার নেতৃত্ব সন্ধ্যায় কালিয়া আবাহনী ক্রীড়া চক্র ভবনে অপর এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে কেক কেটে নিজাম উদ্দিন খান নিলুর জন্মদিন পালন করা হয়। এছাড়া তাঁর জন্মদিন উপলক্ষে নড়াইলের তিনটি উপজেলাসহ ৩৯টি ইউনিয়নে তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ উদ্যোগে কেক কেটে জন্মদিন পালনের উৎসব করেন।
মোঃবাবর আলী,নড়াইল প্রতিনিধি: