মাগুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার, ইমাম পলাতক

এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার পাকাখর্দ গ্রামের একটি বাগান থেকে আজ বেলা আনুমানিক ৩ টার দিকে হেনা বেগম (৩৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
পুলিশ এ ঘটনায় আব্দুর রাজ্জাক ( ১৮) নামে এক যুবককে নিহত হেনার স্বামী মফিজুর রহমানের মোবাইল ফোন সেট সহ আটক করেছে। তবে ঘটনার পর থেকে তার স্বামী মফিজুর পলাতক রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন দৈনিক ভোরের বার্তাকে জানান, দুপুরে সময় এলাকাবাসীর খবরের ভিত্তিতে গৃহবধূ হেনা বেগম এর বাড়ীর নিকটবর্তী একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ। নিহতের গলায় ফাঁসের দাগসহ শরীরের একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
ঘটনার পর থেকে তার স্বামী মফিজুর রহমান পলাতক রয়েছে। মফিজুলের মোবাইল ফোন সেটটি রাঘব দাইড় ইউনিয়নের দোড়ামথনা গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক যুবকের কাছে পাওয়া গেছে । তাকে পুলিশ আটক করেছে।
নিহত হেনা বেগম মফিজুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি ঝিনাইদহের অচিন্তনগর গ্রামে। এই গ্রামের একটি মসজিদে ইমামতি করেন মফিজুর রহমান। হেনা বেগম স্বামী ও দুই সন্তান নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করতেন।
পাকাখর্দ গ্রামে স্বামীর বাড়িতে ঘর নির্মাণের জন্য কয়েকদিন ধরে সে আসা-যাওয়া করছে। এরই এক পর্যায়ে আজ রোববার দুপুরের বাগানের মধ্যে তার লাশ পাওয়া যায়। তার মৃত দেহের কাছে বিভিন্ন প্রকার সবজি ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। যা থেকে ধারণা করা হয়েছে শনিবার রাতে সে ওই ব্যাগ নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে খুন হয়েছে।
তবে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। পুলিশ তার স্বামীকে আটকের চেষ্টা করছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই হত্যাকান্ডের সাথে তার স্বামী মফিজুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান থানা কতৃপক্ষ ।