মাগুরায় কম্বল বিতরণ এস এস সি ২০০১ এর

আজ মাগুরায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এস এস সি বন্ধন-২০০১ বাংলাদেশ এর মাগুরা জোন।
শনিবার ২৩ জানুয়ারি বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, টিভি ও চলচ্চিত্র অভিনেতা সাব্বির আহমেদ, এসএসসি বন্ধন-২০০১ সংগঠনের মাগুরা জোনের সভাপতি শাহীনসহ আরও অনেকেই ছিলেন।
এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ এর মাগুরা জোন আয়োজিত এ অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন দেশ টিভির মাগুরা প্রতিনিধি শেখ ইলিয়াস মিঠুন।
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি।