মধুখালী শ্রমিক -কর্মচারীদের পাওনা টাকার দাবীতে বিক্ষোভ-২০২১

চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা ও শ্রমজীবি ইউনিয়নের যৌথ উদ্যোগে ফরিদপুর চিনিকল রক্ষার দাবী।
এবং আখচাষীতের আখ উৎপাদনের জন্য মিলস্ গোদামে মজুতকৃত সার বীজ কীর্টনাশক ও শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকের সামনে থেকে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা ও শ্রমজীবি ইউনিয়নের যৌথ বিক্ষোভ মিছিল শুরু হয়ে মধুখালী বাজার প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে ফরিদপুর আখচাষী কল্যাণ ভবন চত্বরে ফরিদপুর চিনিকল রক্ষা ও শ্রমিক কর্মচারীদের বিভিন্ন পাওনা পরিশোধের দাবী করে ।
সাংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমিজীবি ইউনিয়নের সভাপতি শাহ মোঃ হারুন অর রশিদ,সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আব্দুল হাই বাশি মিয়া, মোঃ উসমান গণী মোল্যা, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা,মোঃ মনিরুল ইসলাম ও শাহিন মিয়াসহ প্রমুখ।
হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ