মধুখালী পৌরসভা নির্বাচনে আ.লীগের নৌকার প্রার্থী মেয়র পদে জয়ী-দৈনিক ভোরের বার্তা

ফরিদপুরের মধুখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন (নৌকা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ১০ হাজার ২শ ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ (ধানের শীষ) পেয়েছেন ৪হাজার ২শ ৬৫ ভোট।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রত্যেকটি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহন।
এই প্রথমবার মধুখালী পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রে ৫৯টি বুথে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইবিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিল ১৯ হাজার ৯৯০ জন।
হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ