মধুখালীতে শীতার্ত ও দুস্থদের মাঝে লেপ বিতরন

ফরিদপুরের মধুখালীতে মোরহুম আক্কাচ শেখের স্মতি স্মরণ আদর্শ ও আলোকিত বাগাটের আমরা কজন সংগঠনের আয়োজনে শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে লেপ বিতরণ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০২ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ওবায়দুর রহমান মোল্যার সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ আরিফুর রহমান সুমনের সঞ্চালনায় লেপ বিরতন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও লেপ বিতরণের উদ্বাধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।
মরহুম আক্কাচ শেখের স্মতি চারণ করে বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকির, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন মোল্যা, পঙ্কোজ কুমার সরকার সুরাজ, আল মামুন বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মনির হোসেন বুলু, সাইদুর রহমান রিটু, আহম্মদ সৌরভ, শেখ হাসিম ও হাসিব প্রমুখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন বাগাট বাজার জামে মসজিদের পেশ ইমাম জাহিদ বীন আব্দুল আজিজ।
হৃদয় শীল, মধুখালী প্রতিনিধি, ফরিদপুর।