মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতির মৃত্যুতে শোক সভা

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে আয়শা খানমের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারী শনিবার মধুখালী প্রেসক্লাব চত্বরে বিকালে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ও শামসুন্নাহার নিহারের পরিচালনায় প্রায়ত আয়শা খানমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মধুখালী পৌর কাউন্সিলর নাজমা সুলতানা, রেশমা আক্তার।
আরো উপস্থিত ছিলেন, মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক জেসমিন আক্তার এমি,সাংগঠনিক সম্পাদক তুরিন শাহারিয়ার, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম,সদস্য খুরশিদা আনোয়ার, রুবিনা খন্দকার, মর্জিনা বেগম, খুকু বেগম, রেবেকা সুলতানা ও জেসমিন ইসলামসহ প্রমুখ।
হৃদয় শীল মধুখালী প্রতিনিধি, ফরিদপুর।