ভোলায় মজিদপুর একাদশকে হাড়িয়ে জনতা বাজার সুপার কিংস চ্যাম্পিয়ান

“ক্রীড়া শক্তি ত্রীড়াই বল”এ শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে জমকালো আয়োজনে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাতে রাজাপুর ইউনিয়নের জনতাবাজারস্থ ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ডে-নাইট ক্রিকেট ফাইনাল খেলা শুরুর আগে সন্ধ্যা থেকে মিউজিয়াম এবং ব্রান্ড শিল্পীরা ভোলা সদর থানার এ এসআই আরিফ হোসেন এর নেতৃত্বে দেশাত্মবোধক সগ বিভিন্ন সংগীত পরিবেশন করেন। সংগীত এবং জমকালো আয়োজনে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
ডে-নাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম জমাদাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শেখ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ছাদেক চোকদার, , যুবলীগ সাধারণ সম্পাদক বাকের মৃধা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন দালাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আবদুল খালেক, সাধারন সম্পাদক আঃ রহমান গোলদার,পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সম্পাদক আবদুর রব (হারুন),ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি সফিকুল ইসলাম (অনিক)প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাষ্টার আবুল এসেম (রিয়াজ) এবং খেলার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বপালন করেন মিজানুর রহমান চকিদার ইউনিয়ন ছাত্রদল সভাপতি।
প্রধান অতিথি রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খাঁন বলেন,মুজিব শতবর্ষ উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়, যুবকরা যাতে মাদকসহ সমাজে খারাপ কাজ থেকে বিরত থাকে এই জন্যই এই খেলার আয়োজন।
তিনি আরো বলেন,যুবকরা খেলাধুলায় থাকলে মাদক,জুয়া,সাইবার ক্রাইমের মত মারাত্মক ব্যাধিতে জড়িত হবে না, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল এই স্লোগানেই আমরা এই আয়োজন করেছি। খেলা পরিচালনা কমিটির নির্ধারিত
দশ ওভারে দীর্ঘ সময় বাকযুদ্ধ খেলে মজিদপুর একাদশ কে হারিয়ে চ্যাপিয়ন হয়েছে জনতাবাজার সুপার কিংস।
শফিক খাঁন, ভোলা প্রতিনিধি।